প্রকাশিত: Mon, Feb 13, 2023 5:50 AM
আপডেট: Mon, Jan 26, 2026 12:27 PM

রাষ্ট্রপতি নির্বাচনে আরেকটু ট্রান্সপারেন্ট হলে কি ভালো হতো না?

মাসুদ কামাল : শেষ পর্যন্ত রাষ্ট্রপতি হচ্ছেন মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পু। ভদ্রলোক ছাত্রলীগ করতেন, জাজ ছিলেন, দুদকের কমিশনার ছিলেন। আওয়ামী লীগের সবশেষ সম্মেলনে গুরুত্বপূর্ণ দায়িত্বও পালন করেছেন। উনার যোগ্যতা নিয়ে কোনো কথা নয়। গত ক’দিন ধরে বিভিন্ন মিডিয়ায় বেশ কয়েকজনের নাম নিয়ে আলোচনা হয়েছে। কিন্তু এতো নামের মধ্যে একবারের জন্যও, এমনকি আকারে ইঙ্গিতেও এই নামটি দেখেছি বলে মনে পড়ে না। সাংবাদিকগণ তো নয়ই, কোনো মন্ত্রী বা আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাও কি জানতেন? মনে হয় না। তাহলে কীভাবে হলো? সহজ উত্তর, প্রধানমন্ত্রী চেয়েছেন বলে হয়েছে। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি হচ্ছেন দেশের সবচেয়ে সম্মানিত ও সর্বোচ্চ ব্যক্তি। এমন একজন ব্যক্তি নির্বাচনের বিষয়টি আর একটু ট্রান্সপারেন্ট হলে কি ভালো হতো না? লেখক: সিনিয়র সাংবাদিক। ফেসবুক থেকে